Saturday, 19 October 2019

বাক্‌ ১৩৮ ।। জয়িতা ভট্টাচার্য



ঋণার্ত


যখন তখন ফাঁকা হয়ে যাই
যখন তখন একা

ভরশূন্য মেঘ হয়ে যাই
ভাসতে ভাসতে পাতা ছুঁয়ে যাই গাছ
চুমু খেয়ে যাই তোমার চিবুক 
তুমি কি আষাঢ় মাস?

চাঁদের নিকট
মেঘের আড়াল
কামনা জাগায় 
নদী

ধান্যক্ষেত্র ছুঁয়ে দেখি
শহরময় অন্ধ সব রতির প্রজাপতি

ডানা মুড়ে ওই 
আর্দ্র মেঘে
ভরশূন্য একা


No comments:

Post a Comment