Sunday, 20 October 2019

বাক্‌ ১৩৮ ।। অনিকেশ দাশগুপ্ত



খোঁজ

অনন্ত বেড়ালছানার মৃত্যু ঘুরেফিরে দ্যাখে
সবুজের ভিড়ে,মায়ের আবডাল সঞ্চালিত পশুর মতো
মুচড়ে ওঠা অবয়ব খুঁজে অবসন্ন সফলতা পায় যেন...
ফেরি হয়ে ওঠা... অদক্ষ নারী ...বিহ্বল শঙ্খ ;
যথা প্রাতঃসান্ধ্য -বিরুদ্ধতা
আবিষ্কৃত দ্বীপ ছেড়ে তাই  আরো এগিয়ে গিয়েছে
একদা বিভাসিত বেহুলা
স্বকীয় নাবিক আজ ভেসে চলে উদ্বৃত্ত আজানের দিকে ...

No comments:

Post a Comment