Sunday 20 October 2019

বাক্‌ ১৩৮ ।। প্রভাত চৌধুরী



শিরোনামহীন

আমডাঙা থেকে পায়রাডাঙা যাবার যে-কটি পথ
  হাটকেষ্টনগর থেকে সীতাকণ্ঠপুর যাবার পথও
ঠিক সে-কটি
এর ওপর কটিবন্ধের দৈর্ঘ্য কখনোই নির্ভরশীল নয়
বরং গুটিকয় নীলকণ্ঠপাখি উড়ে যাক

কেবলমাত্র পাখিরা ওড়ে না, পাখিদের পাশাপাশি
কিছু কিছু পতঙ্গও উড়তে থাকে
তবে একটি পাখি যতটা আকাশপথ ব্যবহার করে
একটি পতঙ্গ করে তার কণামাত্র

আদতে শুরু করেছিলাম পা-এর হিসেবে
এখন সেই হিসেব ওলটপালট হ্য়ে গেছে
তবু মনে রাখার কথা হল
সরলরেখা বরাবর হাঁটতে সক্ষম হলেই পথের দূরত্ব
  সবথেকে কম হবে, এখন ভাবনার গলায় ঘণ্টা বাঁধবে কে

No comments:

Post a Comment