Wednesday 16 October 2019

বাক্‌ ১৩৮ ।। গৌরাঙ্গ মণ্ডল

অনিদ্র প্রহরে


চোখের প্রতীক্ষা এসে দাঁড়াল দরজায়

ঘুম তো লম্পট স্বামী
ঢের রাত্রে ঘরে ফেরে, ভোর হলে
                                        ফের উবে যায়



কু-ঝিক কু-ঝিক ঝিক ঘুম আসবে ট্রেনের মতন

এ-লোক, ও-লোক আর সব লোক ঘুমিয়ে পড়ে যে! 

আমি সর্বশেষের স্টেশন 






সবুর


জামাটি ভুবন করে দেখো
সুতোয় সাজানো লগ্ন 
সমানে বেঁফাস বিদ্ধ রঙিন যুগল

তুমি তো বোতামঘর
এতটুকু ছিঁড়ে এলে, জানি, সব পুরুষই বিকল


না,দুঃখ করো না এই উচ্চতা বিষয়ে

যুবাটি পাহাড়মুখো
আরও ঢের চন্দ্র হতে দাও

মাটির প্রণাম চাইতে নীচু তো হবেই জ্যোৎস্না
                                                   পাহাড়ী ঝর্ণাও









ফেরো না, আঘাত 


অশ্রুদান লিখেছে --- শুশ্রূষা 
অস্ত্রহীন কষ্টকে মারলাম
এমনই বিপ্লবী, আমি এমনই বিপ্লবী

আকাশ না উহ্য হয়ে এলে
বাতিল ডানার ওম, আজও 
বিদায় আদায় করে ধীরে

চাবুকের না-ফেরাই ভালো
তার আঁকা চিহ্নের শরীরে 




অনিয়ন্ত্রিত


প্রিয় অভ্যেস, দ্বিধাকে লিখি না মোটে, দ্বিধাকে লেখাই । এ বলাও, টুকরো করে বলা । এ বলা, কুলোর গায়ে ধুলোর মরণ । যেন নদীর গতরে থেকে নদীকেই গিলে খাচ্ছে মাছ ।  যেন হাতের উপরে রেখা, হাত নেই রেখার ওপর। ও-হাত রাখছ আর দেহ ক্রমে কনিষ্ক-কবির... কেন, এ লেখাও ধুনোময়? প্রিয় অভ্যেস, ইশারা নিষিদ্ধ করো, অন্ধদের দুঃখ চলে যাক


10 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ভালো লাগলো গৌরাঙ্গ

    ReplyDelete
  3. একটা লেখা নতুন। বাকিগুলো পড়েছি।

    ReplyDelete
  4. অর্ঘ্য দত্ত3 November 2019 at 03:39

    ভালো।

    ReplyDelete
  5. বাহ। ১ম টা ভাল লাগল বেশি

    ReplyDelete
  6. ভাল লাগে নি ,

    ReplyDelete