Tuesday 22 October 2019

বাক্‌ ১৩৮ ।। পৌলমী গুহ



বেণীমাধবকে যা বলতে চেয়েছি


আজকাল যারা ঢেউ চেনে না,নদী গুনে রাখে শুধু।
ভীষণ বর্ষার পরে ক্ষেত জুড়ে চেনা পা ছাপ রাখে ধূসর।
তুমি কবিতায় কিছু ভাবো না অতএব,
একতারা একা ছকে সিলিং টানে রোজ।
“নিজগুণে ক্ষমা করো” বলে যায় যারা,
তারা প্রজাপতি ছিলো।

কিছু কথা থেকে পোশাক ছাড়িয়ে
ছেড়ে রাখি স্নানের জলে।
লবঙ্গ-নাভি থেকে অক্লেশে নামে
খুনি-রঙা দুপুর।
পৃথিবীতে মাছেদের ডানা হলে,
পাখি একা বাসা খোঁজে।

ভেঙে দিলে উড়ে যাবো বলেছি।
নাজুকতা চিবুক ছোঁয় রোদ্দুরে।

বাজে স্বভাবের কসম টেনে আজও,
বারবার ঘর ভেঙে দিই।
মাঠ প্রাপ্য থাকে।ফড়িঙের ডানা ওড়ে।

হোঁচটে হোঁচটে এই এতোদূর
অথচ অনুযোগ নেই কোনও।
ছায়া একা হলে দিন ভাঙে কেন?
অসূয়ারা চির অভিমানী।
ওইটুকু বাকি রাখি।


No comments:

Post a Comment