Tuesday 22 October 2019

বাক্‌ ১৩৮ ।। রথীন বণিক



এইচ টু ওকে দয়া করে জলের রূপ দিও

হাজার বছর হাতে গোনা
মুভি থেকে সাজিয়েছি আকর
লাশ কাঁদা গাছে
তুমিও তো এনে দিতে পারতে
গরম হাপ্পড়
একের পর এক আয়করে
আমিও জলদেবতার
কুশপুতুল মাড়িয়ে
মরচের মতো খাটতে চাই
প্রচুর ওজন




জ্যামিতি ভাঙার গান

এভাবেও আসা যাও রোটেড কামে
বন্ধুর মতো
ছাড়া ছাড়া মলে
বেশি বাজাও লাল লাল
মম
আরেকটা ছিঁড়ে
পালিয়ে যাব
নন এসির গ্লাসে
দুবেলা কম কম পূর্ণিমায়




একটি কাটমানি বিষয়ক কবিতা

বদ্বীপের মতো বাটিতেই এক রাত
তুমি তার খুলে দিও কপাট
লিখে যাক ভূগোল
খানিক কতার বদলানো লেয়ার
থেমে থেমে আমিও কারারুদ্ধ
শত ওষুধে আলাপচারিতায়
অস্ত্র ছাড়াই খোলো অসংখ্য নিনাদ
আবার বিশ্রী হব খোলামেলা রসুলের


3 comments:

  1. অসাধারণ। ভাষাহীন আমি♥

    ReplyDelete
  2. মারাত্মক লেখা রথীন♥

    ReplyDelete
  3. এইবার রথীনকে বেশ আলাদা ভাবে চিহ্নিত করা যাচ্ছে। খুব ভালো লাগল। শব্দের সাথে ছবি আর বোধ সামান্য রগড়ে ভেঙে দিয়ে সুন্দর বিমূর্ত টিটকিরি গড়ে তোলা হয়েছে, যেন অনায়াসে, অথচ পেছনে কাজ করেছে মগ্ন মনন।

    ReplyDelete