Tuesday 22 October 2019

বাক্‌ ১৩৮ ।। রত্নদীপা দে ঘোষ



আরণ্যক


কিছুক্ষণ থমকে থাকবে পাঁচমাথার সিমলিপাল
সিনেম্যাটিক বেঁধে নেবে শূন্যতার সম্পর্ক,পরের
মুহূর্ত উদগ্রীব আর উৎসুক যৌনট্রি
রেডলাইটের বাঁশরীতে বসন্তদুষ্ট খ্রিষ্ট
ক্যারলের জেসাসরুট স্বাদ নিতেছে মরালিটির

ভয় করছে, এই বুঝি
কেউ চিনে ফেললো বাঘের টাইগারদশা
মুখোশ বুঝি খুলে গেল দেহাতী খামোকায়
রেণু-রেণু আমিষ, জঙ্গুলে বাইসেপস

(ক্লিক থেকে বাঁচতে চাইছি, চাইছি না ধরা পড়তে ক্যামেরায়)

ফরেস্ট যদি ওয়াইন-ফ্রি, চুম্বনই শ্রেষ্ঠ সুরা-বান্ধব
মদ্যকালীন সানডাউন হে ডেনিম-বেলার নটিহর্স
সামলে রাখো চিয়ার্সের সন্ন্যাসী, বুড়োজ্যোৎস্না 

এর পরে যে জঙ্গল, তার সারা মুখে সম্ভোগের হুইস্কি স্পষ্ট
প্রশ্ন এখন, কে আর কে? কারা এমন তুমুল রেইন-প্রবণ?
হয়তো নবীনবৃক্ষ আর অন্যজন কাঁচুলিদক্ষ হয়তো ভয়েড এবং ফ্রয়েড হয়তো টেক্সট এবং টেক্সচার
হয়তো আমি আর তুমি। অন্তর্জালের আর্কাইভ জুড়ে টনকের চোরাপথ, ফিনকিব্লু পটারি




বিত্তবাসিনী অরণ্যসেনা

রাত এলিয়ে এলে পিপাসিনী স্থাপত্য কাড়ে নজর
কোপানো ঘাসের মহেঞ্জোদাড়ো, স্তূপাকৃতি পাতার হরপ্পা
ইতিহাস-পাখিদের কে যেন সাবধান করছে
বলছে, নরম ভূগোল থেকে লুকাও তুলোর গা
এমতাবস্থায়
বিত্তবাসিনী অরণ্যসেনা, যাদুর নিনাদ কেটে বেরিয়ে এলেন স্বয়ং 
সিংহ সভ্যতার কেশরলিপি, বিত্তব্যাঞ্জনের ব্রা খুলে দেখিয়ে দিলেন
এই জঙ্গল এক টুটাফাটা প্রহর, খসে যাওয়া গ্রহের অঙ্ক এবং আঁক
এক যুগ পরে পাওয়া যাবে খুঁজে

দূর বীক্ষণের অ্যাল, নিকট জেব্রার জিওমেট্রি
     

No comments:

Post a Comment