Wednesday 16 October 2019

বাক্‌ ১৩৮ ।। রাজর্ষি দে



গৃহস্থের বৃষ্টি

বৃষ্টি শুরু হলেই
গৃহস্থ মানুষের মধ্যে যেন
এক অদ্ভুত আতঙ্কের সৃষ্টি হয়
দৌড় দৌড় দৌড় দৌড়
এক ছুটে কোনোভাবে
একটা মাথা গোঁজার আশ্রয় যেন জোগাড় করতেই হবে
আশ্রয় না পেলে বুঝি
উঠে যাবে রঙ, গলে যাবে মাটি
মাটি গলে গেলে পড়ে থাকে
আমি আর কঙ্কাল, কঙ্কাল আর আমি
এই পৈশাচিক দৃশ্য গৃহস্থ মানুষের সহ্য হয় না
তাই বৃষ্টি শুরু হলেই
ছুট ছুট ছুট ছুট


No comments:

Post a Comment