Wednesday, 23 October 2019

বাক্‌ ১৩৮ ।। মৌটুসী কিঙ্করকন্যা



অভিযাত্রা

গাড়িতে বোঝাই হলো একে একে
মার্ক্স কুন্দেরা শ্রীম বাৎসায়ন
আমি যাচ্ছি হেঁটে হেঁটে সঙ্গে
গাছ পাখি টিলা নদী
আমার দোদুল্য স্তনে তারা অপলক
।।
ত্যাবড়া বাটি হাতে গাড়ি ঘিরে যারা এলো
একটা কোরে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি বইয়ের
আর রাস্তা ফাঁকা হচ্ছে
গাড়ি শূন্য হলো রাস্তা শূন্য হলো তবে
ঈশ্বর কিংবা পুরুষ নেই । কিছু নেই     
পোশাকের ভার খুলে উদোম চলছি ...    

1 comment: