Saturday, 19 October 2019

বাক্‌ ১৩৮ ।। ইন্দ্রনীল ঘোষ



খিদে



কাপ প্লেট আঁকা আছে তোমার ক্যানভাসে

পাশে, আমি এক মাছ আঁকতে চাইক্যালসিয়াম খেতে খেতে, যার কাঁটা, সোজা বেড়ে উঠছে তোমার মাংস মজ্জা ফুঁড়েইস্তাম্বুল সাইবেরিয়ার দিকে

পরাজাগতিক ছবির মতো কাঁপছো তুমি

গুহাচিত্রের মতো স্থির



এখানে আলোর প্রসঙ্গ এলে, যীশুরও প্রসঙ্গ আসে



ম্যাজিশিয়ান ফুঁ দিচ্ছে ম্যাজিকে

ধান ঝরছে

তবু শান্তি নামছে না...

No comments:

Post a Comment