Sunday, 20 October 2019

বাক্‌ ১৩৮ ।। অনির্বাণ দাশ



পরকীয়ানা

লোমোশ দুটি হাতের অনেক বাইরে ঠেলে দিয়ে
শুধু মা এবং তার ডেকে আনা প্রেমিক আমাকে  অনাদরে বিছানার একপাশে ঠেলে শুয়েছে
আর
চাঁদ ঢুকে গেল মেঘে। 

স্নান সেরে মা ঠাকুর ঘরে বলছিল না 
ছেলেটাকে ভালো করো। তখন সকাল হলো। 

দুপুর বিকেল সন্ধ্যে গড়িয়ে রাত্তিরে বাড়ি ফিরে শিশু সন্তানটিকে কোলে নিয়ে শুয়ে পড়ি কর্মক্লান্ত।

আমার ছেলেটির মা চলে গেছে ভেসে 
নৌকা-পরকীয়া।

No comments:

Post a Comment