Tuesday 22 October 2019

বাক্‌ ১৩৮ ।। পলাশ চৌধুরী



হাসি

যেভাবে প্রতিটি ইঙ্গিতে বিগত সৌখিন প্রায়।

স্মৃতি

একটা একচ্ছত্র নল, 
পুরানো ধামায় ভরে রাখে শহরের বাতি।

হেঁসেল 

একটা বাঁধ শুধু, 
অচেনা গার্গিল শোনার। 

আকাশ 

সেভাবে নেমে আসলে আলো,
আমি নীলচে রাতেও তোমার প্রণাম ছোঁব।

ভালবাসা 

পৃথিবীর পরের একটা ঘর,
গতবছরের পরেও যার জানুতে অদ্ভুত তেজ।


No comments:

Post a Comment