Wednesday 23 October 2019

বাক্‌ ১৩৮ ।। বিদিশা সরকার



নদীবাহিত 

নদীবাহিত বলেই কি 
পিছন ফিরলে পর্বতরাজির আকাশচুম্বন 
আর সামনে তাকালে 
মোহনার শেষে জলধি তরঙ্গ- 
আমার প্রোটন নিউট্রন বিশ্লেষণের একান্ন পীঠ! 
তুমিই ছড়িয়ে দিয়েছ আমাকে
বৃষ্টিদিনের কপোতাক্ষ কিনারে- 
সারাদিন বৃষ্টির লাবণ্যে ভিজছি 
পল্লবিত হচ্ছে আমার বত্রিশ রাগিণী, 
আলাপ--বন্দিসের বর্ষামঙ্গল -- 
তোমার অঙ্কন প্রক্রিয়া মুছে যাচ্ছে 
অনাবশ্যক জলকেলিতে 
পাগলপাড়ায় আজ ধুম জ্বর ---

1 comment: