Sunday 20 October 2019

বাক্‌ ১৩৮ ।। সবর্না চট্টোপাধ্যায়




হরিণ


.

জোড়া জোড়া টব
ঘর ফুটে আছে ক্যাকটাসে
সাবধানে ধরা
যদি নড়ে যায় সাজানো বাগান!

.

সে আসে লুকোচুরি খেলি
ছায়া কমে গেলে রোদ
গাছের আড়াল ঠেলে ভিজে আলো স্নান সারি
স্পষ্ট হয়ে ওঠে দুজনের ক্লান্ত মুখ!

.
তুলতুলে জিভ, চেটে নেয় গা
টবে লাগা মাটি
বোঁটা থেকে ঝরে পড়া ফুল, তুলে রাখে
পাশে এসে শোয়
সারাটা দুপুর আমি ওর মাথায় হাত বুলোই
পোড়া দুধের গন্ধ আসে
হয়ত ঘুমিয়ে পড়েছে কেউ, মনে নেই
যেমন ছেড়ে গেলে অনেকেরই মনে থাকে না পুরোনো শহর!

.

আষাঢ়ে জল জমে  
আমরা ঘর বার করি
ছলছল করে দুজনের চোখ
গাছগুলো নড়ে ওঠে অরণ্যের মতো
পাতারা সরে যায়
একলাফে সে পালায় ঘন এক রাস্তায়

দেখি, চারদিকে আঁধার ঘিরেছে কেমন!



No comments:

Post a Comment