Tuesday 22 October 2019

বাক্‌ ১৩৮ ।। জ্যোতির্ময় বিশ্বাস



তারা

বাড়ি ফিরতে ফিরতে বাসস্থান
অনেক বড়ো হয়ে যাবে নিশ্চয়
যদি তেমন হয়, আমি কিছুটা বুঝেছি
আর তারার চোখেও শালুকভাসা জল-

উঠান তোলপাড় করে
মানুষ না পাই নিমফুলের গন্ধ খুঁজে নেব



তি

মনে হচ্ছে না একজন পোয়াতি পাখি?
তিমিরগামী
গরম বেলা জুড়িয়ে গেছে গাছে
এই বুঝি আলোয় ভরা ডিম ফেটে যায়!

সরে আসতে পারলে?


ঘুমে

ঘুমে এক আদিগন্ত বাসস্ট্যান্ড পেলাম
শাদা যাত্রীরা
আচ্ছা আগেই যাত্রী না বলি- বসে ছিল
কতই-না যাওয়া বাতিল করে বসে ছিল

ঠাকুমার যুবক বয়সের ছবির মতো অবিশ্বাস্য।

No comments:

Post a Comment