Tuesday 22 October 2019

বাক্‌ ১৩৮ ।। আশীষ মাহাত



একটি শীত মাখা দেহের  কবিতা



শীত এসে ছুঁয়ে যায় প্রেমের ঠোঁট 



                     নির্ঘুম রাতের বরফ মাখা দেহ 

                                           জলের ভিতর হাঁটতে  হাঁটতে

বার বার দূরে সরে যায় মাইলস্টোন।।



                                 ভিন্ন দু পা আগে ও দু পা পিছনে

হেঁটে গভীর জঙ্গলেপ্রবেশ করে 

মুহূর্তের জন্য লক্ষ্য করে



সামুদ্রিক উপকূলে সাজানো ঘর বাড়ি  গাছ-পালায় ঘেরা

নদীর পথে আঁশটে গন্ধ।।




2 comments: