Sunday 20 October 2019

বাক্‌ ১৩৮ ।। চয়ন দাশ



নিকটারোগ্য যেনগুচ্ছ ৭

বয়স পেরোনো চা-পাতাগুলি মূক বধির ও নির্জন
প্রকাশ্য পশু হত্যার দোকান     অনিচ্ছুক হাইপোথ্যালামাস

সবুজ চাবুক
সবুজ ধুনুরি

সমুদ্র

সাদা লাল লাইটহাউস অফ হোয়াইট আলো
লাল পাখি উড়ে এলো গেলো উড়ে নীল পাখি পুরুষ বিকল্প স্বপ্ন
কালো গাছ
কালো পাতা
মোচন শীৎকার মেয়েপুতুলের দুধ নরম পড়ে আসে

জলের ইটগুলো দৃঢ় ও শক্ত     জানালা উঁচু
শোকসংকেত বাতাস ভারি নিচু     সুদূর পাখিবীন

পালকক্ষরণ
সেমিজ পড়া মায়াশরীর
শোয়ানো শব শ্রমনিবিড় সঙ্গম গুঁড়ো কম্লালেবুর আস্তিন ভেজানো বাতিল রানওয়ে হাওয়া রেশম মোরগ কাবাব বহিঃনিষিক্ত মাছ ডিম বা অণু ফুটফুটে গোসাপশাবক প্রস্তুত পাটবৃক্ষ খেত

জলপাইফুলগুলি ঝরে রাস্তায় উঠে এলো সাদা ছাগল ছানাটি
বাঁধের ওপর ত্রিপল খাটানো লিপস্টিক দোকান যোনিপ্রানিরা আসে শীতরং ফতুয়া মাচার উপর কালো টিভি রঙিন ছবি
মেদ বিজ্ঞাপন পাথরের রমণজল অবশিষ্ট স্তনের কুঁড়ি  ফুসফুস ভেন্টিলেটর সেলাইকল বসানো বাড়ি রোঁয়াওঠা রুটি বিছানো ছাত  দোলনা
লৌহদন্ডে বাঁধা কাপড়ের রাঙাঘুড়ি ওড়ে

বৃষ্টি   মরচে   জল   দাগ
মাসিকচক্র বর্তিনী জং    ঘাস মোম উত্তাপ

2 comments:

  1. ভাল লাগলো, চয়ন ভাই, অন্য ধারার লেখা,পরীক্ষামূলক। এরও প্রয়োজন আছে।

    ReplyDelete
  2. ভালো লেগেছে। ভিন্নতা আছে

    ReplyDelete