Saturday 19 October 2019

আলো ও আত্মহত্যা ।। শানু চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ



নাভি-কাটা উষা



শানু চৌধুরীর প্রথম কবিতার বইটি পড়তে বসলে প্রথম যে অনুভূতিটা আসে,ঠিক যে লাইনটিকে এই অলোচনার শিরোনাম করা হয়েছে,তার সাহায্য নেওয়া ছাড়া আর কোন অবলম্বন কবি রাখেননি।এক ফর্মার পুরো বইটিতেই এমন শব্দবন্ধ ও পংক্তিরা সম্রাট ঔদাসীন্যে ছড়িয়ে আছে যাতে এই বিস্ময়ই আসে কত যুগ পথ এই যোগী হেঁটে ফেলেছেন এই স্বল্প সময়ে------



"তোমার রোপণ শূদ্র হলে এক ব্রাহ্মণ জড়িয়ে ধরবে বিমর্জিত রুপোলি চিরুনি যার থেঁতলানো দাঁতে শিখে ফেলা যায় ভাঙা সিঁদুরের সন্তাপের কথা"





কে এই ব্রাহ্মণ?ফর্মের সঙ্গে কনটেন্টের আলো-আঁধারি খেলায় যে তৈরী করে "এই শরবন,পবিত্র" আর যাঁর "মুখ থেকে উড়ে গেল কুপির আশ্বাস"?



"মর্গের আলোয় ঢুকে যাচ্ছে তোমার প্রণয়"--- কীসের এই আলো? সেই কি "বৃক্ষের মাঝেই অন্তর্দগ্ধ কফিন"?



ভাষার মায়াবিস্তারে কবির আধুনিকতা ঈর্ষণীয়।তিনি কী বলিষ্ঠ নির্লিপ্তিতে উচ্চারণ করেন-- "চৈতন্য ও তাঁর রক্তাক্ত মুখের অন্তরীপ আমার এক অনুসন্ধান"।



বস্তুত,পুরো বইটিই এক ক্ষণজন্মার আলোর প্রতি অবসেশান থেকে আত্মাহুতির জার্নি।শানুর দর্শন সহজিয়া নয়-- "প্রকাশ্য সংশ্লেষ"।মধ্য মেধার পাঠকের প্রতি কবি বড়ই নিষ্ঠুর।তাঁকে পাঠ করতে হলে গভীর অধ্যাত্মবোধের চেতন ছাড়া সবটুকুই ঘন আঁধার ঠেকে।3 টি সিরিজ কবিতার ("আত্মহত্যা","সংরক্ষিত আলোরা" ও "মুন এন্ড দি বাক") সঙ্কলনটি উৎসর্গ করা হয়েছে অনুপম মুখোপাধ্যায়কে।প্রতিটা কবিতাকে পড়ে বইটি শেষ করলে ভারতবর্ষের সুপ্রাচীন গুরুবাদের প্রতিফলন,উৎসর্গটিকে প্রাসঙ্গিকতা দেয়।তখন আর এই বই প্রসঙ্গে অতিরিক্ত কিছু বলতে গেলে বাতুলতাই ঠেকে।যদিও শানু তাঁর ঋণ 'বাক্' পত্রিকাকেই জানিয়েছেন কিন্তু তাঁর প্রথম বই-এর প্রকাশক হিসাবে 'লালমাটি'রই তাঁর কাছে ঋণগ্রস্ত থাকার কথা।কবি এখানে একটি জায়গায় বলেছেন---"আমার সমর্থনে কোন পর্বত নেই" কিন্তু যতদূর আমরা দেখতে পাচ্ছি আগামীর বেশ কিছু সময়কালের সোচ্চার সমর্থনের দাবী তাঁর লেখা রাখছে।মার্কেজ (যাঁকে তৃতীয় সিরিজটি উৎসর্গ করা হয়েছে) বলতেন একটি বই-এর প্রথম বাক্য হলো সমগ্র বইটির দর্পণ।সুতরাং সেটির মাধ্যমেই এই আলোচনার ইতি টানলাম----



"অলৌকিক তারাদগ্ধ রাত থেকে ছুটে যাচ্ছে আত্মহত্যা" 





                                                                                          আলোচক- সো. .


No comments:

Post a Comment